‘খালেদার কোনো আত্মীয় নাই, দুই ছেলের একটা মরে গেল’

10947506_10205575237877763_1722030308_n_0‘খালেদাকে আমি ভালো করেই চিনি। উনার কোনো আত্মীয়-স্বজন নাই, আছে শুধু ছেলে আর বেয়াই। তাও এক ছেলে মরে গেলো মানুষের অভিশাপে’ -এমনই মন্তব্য সংসদে করেছেন জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক।

সোমবার রাতে দশম জাতীয় সংসদে পঞ্চম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

খোরশেদ আরা হক বলেন, খালেদাকে আমি ভালো করেই চিনি। উনার তো কোন আত্মিয় স্বজন নাই, আছে শুধু দুই ছেলে আর বেয়াই। তাও একজন চলে গেল। এটা মানুষের অভিশাপ। মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারছে তার অভিশাপ পরেছে খালেদার ওপর।

বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে প্রধানমন্ত্রী সমবেদনা জানাতে গেলে তাকে ঢুকতে না দেয়ার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাসায় সমাবেদনা জানাতে গেছিলেন খালেদা দেখা করেনি। উনি তো মহিলা না একটা জ্বিন।

এরপর তারেক রহমান প্রসঙ্গে তিনি সংসদকে বলেন, তারেক না তাকে আমি তারেক-ক্যা বলবো, কারণ সে বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ্য করে। ওর সাহস কত।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend