১৮৫ দিন পর মায়ের কাছে নিশ্চুপ কোকো
১৮৫ দিন পর মা খালেদা জিয়ার কাছে ফিরলেন নিশ্চুপ আরাফাত রহমান কোকো। ২০১৪ সালের ২৬ রমজানে সৌদি আরবে ওমরা করতে গিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে শেষ দেখা হয়েছিল কোকোর। এরপর মায়ের সঙ্গে আর দেখা হয়নি তার।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মঙ্গলবার দুপুরে লাশ হয়ে ফেরেন কোকো।
এর আগে কোকোর কফিন নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি মঙ্গলবার বেলা ১১টা ৩৭ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু, কোকোর স্ত্রী, দুই মেয়ে ও মামা শামীম এস্কান্দার একই বিমানে ঢাকায় পৌঁছান।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত শনিবার দুপুরে মালয়েশিয়ায় মারা যান সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
এর আগে ওয়ান ইলেভেনের সময় ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনানিবাসের বাড়ি থেকে মা খালেদা জিয়ার সঙ্গে গ্রেফতার হন তিনি। এর পর ২০০৮ সালের ১৭ জুলাই তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ড যান । সেখান থেকে মালয়েশিয়ায় যান তিনি।