নাটোরে মহিলা ইজতেমা শুরু
নাটোরে নবমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী মহিলা ইজতেমা।
বড়াইগ্রাম উপজেলার মৌখড়া ইসলামিয়া মহিলা কলেজ মাঠে মঙ্গলবার সকাল ১০টায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এই ইজতেমা।
মহিলা ইজতেমার আয়োজক শের আলী জানান, ইতোমধ্যেই ইজতেমা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মহিলাদের জন্য থাকা-খাওয়াসহ সব ব্যবস্থা করা হয়েছে।
এবারের ইজতেমার প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা আসছেন। ইজতেমায় দেশ-বিদেশের বক্তারা কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ-নসিহত করবেন। এতে প্রায় ৫০ হাজার মহিলা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বনিক জানান, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইজতেমাকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। পোশাকধারী মহিলা পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ।
২৯ জানুয়ারি বৃহস্পতিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এই মহিলা ইজতেমা। তবে গত আট বছর ধরে এটি দুই দিনব্যাপী হয়ে আসছিল।