রামপুরা থানার ওসির বিরুদ্ধে মামলা
চাঁদাবাজির অভিযোগে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর তরফদার রহমানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঢাকা মহানগর হাকিম ইউনুস খানের আদালতে মঙ্গলবার সকালে শামিমুন নাহার লিপি নামে এক নারী বাদী হয়ে এ মামলাটি করেন।
মামলার অপর আসামিরা হলেন-রামপুরা থানার ওসি (তদন্ত) আলমগীর ভুঁইয়া, রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল, দুরদানা রশিদ, আরিফুর রশিদ, শাহরিয়ার রশিদ, হুমায়ুন হরফে ল্যাংড়া হুমায়ুন, তাজুল ইসলাম, কবির হোসেন কাজল ও মো.মাসুদ।
এ মামলায় সাক্ষী করা হয়েছে সাতজনকে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২৪ আগস্ট ৩০৫/এ, ব্লক-বি, খিলগাঁওয়ে বাদীর ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ ঢুকে দুইটি স্যুটকেসে রক্ষিত জিনিস, একটি খাট ও একটি মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।এছাড়া আসামিরা বাদীর ছয় লাখ ৭৮ হাজার আটশ’ টাকার ক্ষতি করে।
২০১৪ সালের ১৮ ডিসেম্বর আসামিরা দ্বিতীয়বারের মত তালা ভেঙে ফ্ল্যাটের প্রবেশ করে। বিষয়টি রামপুরা থানার ওসিকে অবহিত করলে তিনি এ বিষয়ে তদন্ত করছেন বলে জানান।
২০১৫ সালের ১ জানুয়ারি বাদী খবর পান যে আসামিরা বাসার মালামাল সরিয়ে ফেলছে।
এ ঘটনায় রামপুরা থানায় মামলা করতে আসলে ওসি মামলাটি না নিয়ে বাদীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।
এসব অভিযোগে ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।