খালেদার বিরুদ্ধে সর্বত্রই মামলা হবে : কামরুল
দেশের যেখানেই অরাজকতা, সেখানেই খালেদা জিয়াকে হুকুমের আসামী করে মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘এটা পরিষ্কার, খালেদার বিরুদ্ধে সর্বত্রই মামলা হবে।’
রাজধানীর শিল্পকলা একাডেমীতে মঙ্গলবার দুপুরে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১০ম মৃত্যুবার্ষিকীর শোকসভায় এ মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শোকসভায় প্রধান বক্তা ছিলেন তিনি।
‘বিএনপিতে ভাঙনের সুর বেজে উঠেছে’ উল্লেখ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির ভেতর যেসব শুভবুদ্ধিসম্পন্ন নেতা রয়েছেন তারা শিগগিরই খালেদার নেতৃত্ব থেকে বেরিয়ে আসবেন। সেদিন খুব বেশী দূরে নয়।’
এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘এ সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হবে না। যারা নাশকতা করে তাদের সঙ্গে কীসের আলোচনা? কোনো আলোচনা হবে না। নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘আজ সারাদেশে যে ধ্বংসাত্মক কার্যক্রম হচ্ছে তার অর্থের যোগান দিচ্ছে বিএনপির বিত্তশালী নেতারা। অবশ্যই তাদের বিরুদ্ধেও অর্থের যোগানদাতা হিসেবে মামলা হওয়া উচিত।’
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।