চট্টগ্রামে ট্রাকে পেট্রোলবোমা, দগ্ধ ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে শিবিরের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে একটি পেঁয়াজবাহী ট্রাকে পেট্রোলবোমা হামলায় চালকসহ দু’জন দগ্ধ হয়েছেন।
শুকলাল হাট এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ট্রাকচালক আজিজুর রহমান (৩৫) ও তার সহকারী মো. শামীম (২২)।
তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
চমেক হাসপাতল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী পেঁয়াজবাহী ট্রাকটি শুকলাল হাটে যাওয়ার পর দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে চালক ও তার সহকারী দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
চমেক হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের ডা. মৃনাল কান্তি দাশ জানান, তাদের শরীরের প্রায় ২০-৩০ শতাংশ পুড়ে গেছে।
ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় ছাত্রশিবির।