কোকোর জানাজায় দলীয় প্রতিনিধি পাঠাচ্ছে না আ’লীগ-জাপা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোটছেলে আরাফাত রহমান কোকোর জানাজায় অংশ নিতে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি ।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মঙ্গলবার আসরের নামাজের পর অনুষ্ঠেয় জানাজায় দল দুটির প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা ছিল। তবে দল দুইটির দফতর জানিয়েছে, তাদের কোনো প্রতিনিধি দলীয়ভাবে জানাজায় অংশ নিচ্ছে না।
এ বিষয়ে আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ দ্য রিপোর্টকে বলেন, ‘কোকো সাহেবের জানাজায় অংশ নিতে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো প্রতিনিধি পাঠাচ্ছে না। তবে কেউ ব্যক্তিগতভাবে যাবে কিনা সেটা তার ব্যক্তিগত বিষয়। এ ব্যাপারে দলীয় কোনো বিধিনিষেধ নেই।’
এর আগে, সোমবার বঙ্গবন্ধু এভিনিউতে এক সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছিলেন ,‘আমরা কোকোর জানাজায় অংশ নেব।’
এদিকে, দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টির কোনো প্রতিনিধি দল কোকোর জানাজায় অংশ নিচ্ছে না।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘আমরা এখনো দলীয় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেইনি। তবে কেউ ব্যক্তিগতভাবে জানাজায় অংশ নিতে পারে।’