কুমিল্লায় ৩৬ ঘণ্টার হরতাল

Comillaবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা দেওয়ার প্রতিবাদে কুমিল্লায় বুধবার থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া মঙ্গলবার বিকেলে দ্য রিপোর্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চৌদ্দগ্রাম থানায় গাড়ি পোড়ানোর হুকুমদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে পুলিশ মামলা করে।
মো. মোস্তাক মিয়া জানান, পুলিশের করা ওই মামলার প্রতিবাদে কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীরা বুধবার সকাল ৬টা থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল পালনের সিদ্ধান্ত নিয়েছে। জেলা সদরসহ ১৬ উপজেলায় এ হরতাল পালন করা হবে।’
এর আগে চৌদ্দগ্রাম থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি পোড়ানোর ঘটনায় হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করে খালেদা জিয়ার বিরুদ্ধে রবিবার রাতে মামলা দেয় পুলিশ। ওই মামলায় খালেদার সঙ্গে স্থানীয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীকে আসামী করা হয়। চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার থানা পুলিশের পক্ষে এ মামলাটি করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend