‘ছাত্রদল নেতাদের নির্দেশে বিস্ফোরক আনা হয়েছিল’
নারায়ণগঞ্জে বড় ধরনের নাশকতার জন্য স্থানীয় কতিপয় ছাত্রদল নেতাদের নির্দেশেই ঢাকা থেকে বিস্ফোরক আনা হয়েছিল বলে স্বীকার করেছে গ্রেফতারকৃত দুই যুবক। ছাত্রদল নেতাদের কাছ থেকে টাকা গ্রহণ সাপেক্ষেই এ সব বিস্ফোরক তারা এনেছিল বলে জানিয়েছে।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে মঙ্গলবার পৃথকভাবে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে তারা এ কথা স্বীকার করেছে।
গত বুধবার সন্ধ্যায় শহরের জিয়া হলের সামনে থেকে আবু সাঈদ (৩০) ও হাইউল মিয়া (২৮) নামে এই দুই যুবককে বিস্ফোরকসহ গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার তদারক সংস্থা ডিবির এসআই মাজহার হোসেন জানান, আদালতে দু’জন স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানিয়েছেন, ওই সব বিস্ফোরক নারায়ণগঞ্জের কতিপয় ছাত্রদল নেতাদের জন্য আনা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে ওই সব ছাত্রদল নেতাদের পরিচয় বলা যাবে না।
প্রসঙ্গত, ২৩ জানুয়ারি শহরের চাষাঢ়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় দু’জন যুবককে গান পাউডারসহ গ্রেফতার করে পুলিশ।