সংলাপের দাবিতে মতিঝিলে অবস্থান নেবেন কাদের সিদ্দিকী
অবরোধ প্রত্যাহার ও সংলাপের দাবিতে রাজধানীর মতিঝিলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনে বুধবার বিকেল ৩টা থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থানের ঘোষণা দেন তিনি।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, কোনো দলীয় ব্যানারে নয়; একজন খেতাবধারী মুক্তিযোদ্ধা হিসেবে দেশের অচলাবস্থা নিরসনে এ কর্মসূচি পালন করবেন কাদের সিদ্দিকী।
দলীয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির ব্যাপারে অনুমতি নিতে ডিএমপি কমিশনারকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক।
তবে ডিএমপি কমিশনার অনুমতি না দিলেও এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ইকবাল সিদ্দিকী।
তিনি জানান, ডিএমপি অনুমোদন দিক বা না দিক, বর্তমানের এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে পরিত্রাণ ও জাতির মুক্তির জন্য সংলাপের দাবিতে এ কর্মসূচি চলবে।