শ্রীবরদীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা : আইন শৃঙ্খলার উন্নতি, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে শ্রীবরদী থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহীদ শাহ মুতাসিম বিল্লাহ খুররম অডিটরিয়ামে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া। ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ আহবায়ক আশরাফ হোসেন খোকা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী লাল, কেকেরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডিএম শহীদুল ইসলাম, রাণিশিমুল ইউনিয়ন শাখার আ’লীগ সভাপতি মেজবাহ উদ্দিন বখতিয়ার, সাধারন সম্পাদক আন্ােয়ার পারভেজ, উপজেলা শাখার যুবলীগ সাবেক সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন, ছাত্রলীগ আহবায়ক মেরাজ উদ্দিন চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক জুয়েল আকন্দ প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় এবং কোথাও কোন প্রকার নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের আভাস পেলে তা সাথে সাথে পুলিশ প্রশাসনকে অবহিত করে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।