খালেদা জিয়ার কাছে নিরু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার গুলশান কার্যালয়ে যান নব্বই দশকের তুখোড় ছাত্রনেতা সানাউল হক নিরু।
নিরু তার সাবেক কিছু সতীর্থ নিয়ে বুধবার বিকালে আদর্শিক মায়ের কাছে যান। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে নিরুর গুলশান কার্যালয়ে যাওয়ার মধ্য দিয়ে নেত্রীর সঙ্গে তার দীর্ঘ ২৪ বছরের দূরত্ব কমিয়ে আনলেন।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে নিরুর আসার সংবাদ পেয়ে অনেকেই কৌতুহলী হয়েছেন। এ সময় তার সঙ্গে ছিল অনেক সাবেক ছাত্রদল নেতা। ছিল বিশাল গাড়িবহর।
জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল বলেন, নব্বইয়ের তুখোড় ছাত্রনেতা সানাউল হক নিরু। ওই সময় ছাত্র আন্দোলনের পর অনেকটা মনের ক্ষোভে বিএনপি থেকে দূরে ছিলেন তুখোড় এই ছাত্রদল নেতা। কিন্তু বিএনপির দুর্দিনে আবারও দলের পাশে এসে দাঁড়িয়েছেন তিনি।
চলমান আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখে সরকার পতন করে বিএনপিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আবারও কাজ করবেন বলে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সানাউল হক নিরু।