টাকার বিনিময়ে নাশকতা, শিবিরের ২ কর্মীর স্বীকারোক্তি
নারায়ণগঞ্জে জামায়াত-শিবিরের অর্থায়নে কর্মীরাসহ ভাড়াটে লোকজন নাশকতায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছে একটি ঘটনায় সম্পৃক্ত দুই কর্মী। যারা একটি বাসে আগুন দেওয়ার সময় জনতার হাতে আটক হয়েছিল।
নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বুধবার বিকেলে আদালতে আবু সাঈদ ও শিহাব নামের ওই দু’জন শিবিরকর্মী ১৬৪ ধারায় প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে এ সব তথ্য জানান।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান দুই শিবিরকর্মীর জবানবন্দী দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানান, জবানবন্দী দেওয়া দুই শিবিরকর্মী ইতোমধ্যে পুলিশের রিমান্ডে ছিল। তারা বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এতে জামায়াত ও শিবিরের কারা এ সব নাশকতায় জড়িত এবং কীভাবে টাকার বিনিময়ে কর্মীদের দিয়ে বাসে আগুনসহ নাশকতা করাত, সে ব্যাপারে তথ্য প্রদান করেছে তারা।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর দেওয়ানবাড়ীতে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে ২৪ জানুয়ারি দুপুর ১টায় বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার সময় আবু সাঈদ, শিহাব ও মাহমুদকে আটক করা হয়।