শেরপুরে হেরোইনসহ শ্রীবরদীর মাদক ব্যবসায়ী গ্রেফতার
শেরপুর জেলা শহরের মধ্যশেরী এলাকা থেকে ২৯ জানুয়ারী বৃহস্পতিবার ভোরে মাদক রানী হিসেবে পরিচিত জবেদা বেগম (৩০) ইমরান (২৬) মমিন (২৭) ও মোত্তাসিম বিল্লাহ (২২) নামে ৪ মাদক ব্যবসায়ীকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য দুই লাখ টাকা। গ্রেফতার হওয়া ৪ ব্যবসায়ীকে ৩ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক আগামী রবিবার শুনানীর দিন ধার্য করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃত জবেদা শ্রীবরদীর খামারিয়া পাড়া ও ইমরানের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায়।
শ্রীবরদীর খামারিয়া পাড়া এলাকাবাসী জানায়, জবেদা এক্ই এলাকায় মাদক সম্রাট দেলোয়ারের মাদক বিক্রির কাজ করে। আর শ্রীবরদীর হেরোইন ব্যবসা নিয়ন্ত্রন করে এ দেলোয়ার। দেলোয়ারের কারণে এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায় হেরোইন।
ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই মিঠু মিয়া বলেন, ওই এলাকায় হেরোইন বিক্রি হয় এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ক্রেতা সেজে ২০ গ্রাম হেরোইনসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।