শ্রীবরদীতে এপিপিআই’র শিার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
শ্রীবরদী প্রতিনিধি : গতকাল বুধবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীবরদী এপিপিআই উচ্চ বিদ্যালয়ে এসএসসি (সাধারণ) ও ভোকেশনাল পরীায় অংশগ্রহণকৃত ১৭৫ জন শিার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপল্েয বিদ্যালয় চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে ফুল ও মানপত্র বিতরণের মধ্য দিয়ে পরীার্থীদের বিদায় জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক মোঃ মোজাফফর আলী’র সভাপতিত্বে এক বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ হোসেন খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম অভিভাবক সদস্য ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, অভিভাবক সদস্য আশরাফুল হক বুদু, শ্রীবরদী প্রেস কাব সভাপতি রেজাউল করিম বকুল, বিদ্যালয়ের দাতা সদস্য ও আ’লীগ নেতা মোঃ আলমগীর হোসেন ঢনা। এ সময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের সহকারী প্রধান শিকিা মিসেস নিলুফা ইয়াসমিন, ভোকেশনাল শাখার সহকারী শিক ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, সহকারী শিক মাওলানা মোঃ আব্দুল ওয়াহাব সহ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, বিদায়ী পরীার্থী, অধ্যয়ণরত শিার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বিদায়ী শিার্থীরা সুন্দর ভবিষ্যত গড়ার প্রত্যয়ে সকলের কাছে দোয়া কামনা করেন।অনুষ্ঠান শেষে বিদায়ী শিার্থীদের শুভ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক সিপার মাহমুদ।