ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে ভিকটিমের অপহরণ মামলা দায়ের
জাহিদুর রহমান,ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বোনকে অপহরণের দায়ে ভাইসহ ওসির বির“দ্ধে মিথ্যা মামলা দায়ের করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মিথ্যা মামলার বাদীর বির“দ্ধে ভিকটিমের অপহরণ মামলা দায়েরহরিণাকুণ্ডুতে বোনকে অপহরণের দায়ে ভাইসহ ওসির বির“দ্ধে মিথ্যা মামলা দায়েরে সচেতন মহলে ব্যাপক ােভএদিকে অদ্য বৃহস্পতিবার ভিকটিম রোকসানা খাতুন নিজেই মিথ্যা মামলার বাদী তানভির আহাম্মেদের বির“দ্ধে ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে অপহরণ মামলা দায়ের করেছেন৷ মামলার প্রেেিত আদালতের বিজ্ঞ বিচারক ফৌজদারি কার্যবিধির ১৫৬ (৩) ধারা মতে এজাহার হিসাবে গ্রহণ করে আইনগত ব্যব¯’া গ্রহনের জন্য ওসি হরিণাকুণ্ডু থানাকে নির্দেশ দিয়েছেন এ ঘটনায় উপজেলা সর্বত্রই চলছে ব্যাপক আলোচনা সমালোচনা৷ উল্লেখ্য, গত ২৮ তারিখ বুধবার ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের আব্দার হোসেনের ছেলে তানভির আহাম্মেদ বাদী হয়ে হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী, এস.আই ফার“ক হোসেন, তোলা গ্রামের বা”চু ও ভিকটিম রোকসানা খাতুনের ভাই আব্দুর রউফ সহ ৫ জনের বির“দ্ধে ঝিনাইদহের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করে৷ মামলায় বাদী তানভির আহাম্মেদ রোকসানা খাতুনকে তার স্ত্রী দাবি করে স্ত্রী অপহরণের দায়ে এ মিথ্যা মামলা দায়ের করে৷ এদিকে বৃহস্পতিবার ভিকটিম রোকসানা খাতুন নিজেই থানার ওসি, এস.আই ও তার ভাইসহ ৫ জনের নামে মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন৷ এবং মামলার বাদী তানভির আহাম্মেদের বির“দ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছেন৷ মামলায় তিনি বলেন, বখাটে তানভির দুঃচরিত্রবান ও অপহরণকারী চক্রের সদস্য৷ আসামী দীর্ঘ দিন যাবৎ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল৷ তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৩/১২/২০১৪ তারিখ কুষ্টিয়া জেলার ইবি থানার পূর্ব আব্দালপুর গ্রামের বোনের বাড়ি হতে ভ্যান যোগে নিজ বাড়িতে আসার পথে তানভির সহ আরো ৮/১০ জন লোক তাকে অপহরণ করে মাইক্রোবাসে নিয়ে গিয়ে পৌরসভা এলাকার একটি বাড়িতে রাখে৷ তিনি আরো বলেন, গত ২৫/১২/২০১৪ তারিখে আসামী তারভির ও তার সহযোগিরা তার ই”ছার বির“দ্ধে চিথলিয়াপাড়া কাজী অফিসে জোর পূর্বক নিয়ে গিয়ে একটি সাদা কাগজে তার স্বার করিয়ে নেয়৷ এ ঘটনায় ভিকটিমের ভাই আব্দুর রউফ গত ২৫/০১/২০১৫ তারিখ রবিবার হরিণাকুণ্ডু থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ অভিযোগের ভিত্তিতে ঐ দিনই থানা পুলিশ ভিকটিম রোকসানা খাতুনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে৷ বিষয়টি জানতে চাইলে হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, গত ২৫/০১/২০১৫ তারিখ উপজেলার আড়–য়াকান্দি গ্রামের আব্দুর রউফ নামে একজন ব্যক্তি তার বোন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রোকসানা খাতুনকে ফুসলিয়ে একই গ্রামের তানভির ও তার লোকজন নিয়ে গেছে বলে একটি অভিযোগ দায়ের করেন৷ এঘটনায় একই দিন থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়৷ ভিকটিমের ভাই আব্দুর রউফের অভিযোগের ভিত্তিতে উপজেলার চটকাবাড়িয়া গ্রাম থেকে ভিকটিম রোকসানা খাতুনকে উদ্ধার করে তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়৷ তার বির“দ্ধে দায়েরকৃত মামলাটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। দেশের বর্তমান পরি¯ি’তিতে পুলিশের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে এলাকায় নাশকতা মূলক কর্মকান্ড বৃদ্ধি করতেই আমার নামে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান৷ এদিকে উক্ত এলাকায় খোজ নিয়ে জানা গেছে কথিত মিথ্যা অপহরণ মামলার বাদি তানভির এলাকার দুঃশ্বচরিত্রবান ও সন্ত্রাসী প্রকৃতির লোক৷ ভিকটিমের ভাই ও ওসিসহ ৫ জনের বির“দ্ধে মিথ্যা মামলা দায়ের করায় এলাকার সচেতন মহলের মধ্যে তীব্র ােভের সৃষ্টি হয়েছে৷ এ ঘটনায় এলাকাবাসী অবিলম্বে মিথ্যা মামলার বাদি তানভির কে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন৷