ঝিনাইদহে আগামী ৭২ ঘন্টার হরতাল ও অবরোধের সমর্থনে মিছিল, গ্রেফতার -৬
জাহিদুর রহমান,ঝিনাইদহ: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যলয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে গ্রেফতার,২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্ট কালের অবরোধ এবং আগামী কাল থেকে ৭২ ঘন্টার হরতালের সমর্থনে ঝিনাইদহ জেলা যুবদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি শহরের আরাপপুর স্ট্যান্ড থেকে শুরু হয়ে রাবেয়া হাসপাতালের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। বেগম খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করায় সরকারের হীন মানুষিকতার পরিচয় দিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান। তিনি বলেন সরকার উন্মাদ হয়ে ২০ দলীয় জোটের নেত্রীর উপর অবর্ননীয় জুলুম করে যাচ্ছে। মসিউর বলেন সরকার নমনীয় ভাব পোষন করে সাবেক ৩ বারের প্রধান মন্ত্রীর কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ পূনসংযোগ দিয়ে গণতন্ত্রের পথকে উন্মুক্ত করবে, সেই সাথে সকল নেতাকর্মীদের মুক্তির দাবীও জানান। এদিকে ঝিনাইদহ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতা মামলায় বিএনপি ও জামায়াতের ৬ কর্মিকে গ্রেফতার করেছে। তিনি আরো জানান, নাশকতা মামলায়,গ্রেফতার দেখিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।