বাচ্চু সভাপতি, জাকির-সাধারণ সম্পাদক ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন সম্পন্ন
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সর্ব বৃহৎ ব্যবসায়ী সংগঠন ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন ৩১ জানুয়ারী শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেয় হয়। ৪৫৪ জন ভোটারের বিপরীতে কার্যকরি পরিষদের ৯টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং কার্যকরি সদস্য পদে ৭ জন। এ নির্বাচনে মোট ৪৫৪ জন ভোটারের মধ্যে ৪১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকী ৩৬ জন ভোটারের মধ্যে ৩৪ জন রাজনৈতিক মামলায় জেলহাজতে আর ২ জন ছিলেন অনুপস্থিত। ভোট গ্রহন চলে সকাল ৯ ঘটিকা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত । নির্বাচনটি অবাধ সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করার জন্য প্রধানের দায়িত্বে ছিলেন, মোঃ মুশফিকুর রহমান, সহঃ পরিদর্শক, উপজেলা সমবায় অধিদপ্তর, শ্রী গোপাল সেন গুপ্ত ও হাফিজুর রহমান, সদস্য, নির্বাচন পরিচালনা কমিটি। উক্ত নির্বাচনে সভাপতি পদে শামছুদ্দোহা বাচ্চু (চাকা) প্রতীকে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি লুৎফর রহমান (চেয়ার) প্রতীকে প্রাপ্ত ভোট ১৩০। সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন (আনারস) প্রতীকে ১৮১ ভোট পেয়ে দ্বিতীয় বাওে পূনরায় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ জাকারিয়া (আনারস) প্রতীকে প্রাপ্ত ভোট ১৪০।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে চাঁন মিয়া, সহ-সাধারণ পদে জামাল উদ্দিন শেখ, কোষাধ্যক্ষ পদে আবু বাহার, কার্যকরি সদস্য পদে যথাক্রমে রফিকুল ইসলাম শফিক, জহুরুল ইসলাম মিলন, সোলাইমান ও গোলাম মওলা নির্বাচিত হন।