ঝিনাইদহে এবার চলন্ত গরু বোঝাই ট্রাকে ৩টি পেট্রল বোমা নিক্ষেপ
জাহিদুর রহমান ,ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আমার অফিসের সামনে চুয়াডাঙ্গা বাসষ্টান্ডে ৩ দিনের হরতালের আহব্বানে আজ শনিবার সন্ধ্যায় ৭.০০ টার সময় চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের লাস্টটিপ বাস ৪০জন যাত্রি নিয়ে অপেহ্মা করতে থাকে, (বাসের নাম শিমু- রূমা)এ সময় দুর্বৃত্তরা যাত্রি বাহি গাড়ি ও আশেপাশে দাড়িয়ে থাকা ৫/৭টা বাস গাড়ি ভাংচুর করে। ঐ মুহুর্তে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি চলন্ত গরু বোঝাই ট্রাকে( ঝিনাইদহÑট ১১-০৩২৩) ৩টি পেট্রল বোমা নিহ্মেপ করে দুর্বৃত্তরা মটরসাইকেল যোগে পালিয়ে যায় । আগুনে ভষ্ণি¦ভুত ট্রাকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।ড্রাইভার ও হেল্ফার জান বাচানোর তাগিদে দ্রত ট্রাক থেকে ঝাপদিয়ে প্রান রা করে।এদিকে চুয়াডাঙ্গা বাসষ্টান্ডের আশেপাশে থাকা জনগন পাশে থাকা বালি ও পানি মারতে থাকে,স্থানীয় লোক জন দোমকল বাহিনীকে ফোন করলে (চুয়াডাঙ্গা বাসষ্টান্ডের পাশেই দোমকল অপিস)দোমকল বাহিনী দ্রত এসে আগুন নিয়ন্তনে আনেন। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঝিনাইদহ সদর থানার এএসআই শামসুজ্জামান জানান, দুর্বৃত্তদের পেট্রোল বোমা ছুড়ে মারার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ফিরে আসলে জানা যাবে।পরে ঝিনাইদহ পুলিশ সুপার ঘটনাস্থলে পৌছান এবং পরিস্থিতি নিয়নত্রনে আনেন।এদিকে ঝিনাইদহ পৌরসভার মেয়র মোঃ সাইদুল করিম মিন্টু চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড ঝিনাইদহ থেকে একটি মিছিল বের করে। এ ঘটনার প্রতিবাদে ঝিনাইদহ বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের প থেকে তাৎনিক বিােভ মিছিল করে প্রতিবাদ জানানো হয়।এ ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ ছাএলীগের কর্মীরা দফায় দফায় বাসষ্ট্যান্ডে মিছিল করে।মিছিলটি চুয়াডাংগা বাসষ্ট্যান্ড থেকে পায়রা চত্তর হয়ে বি.এন.পি অফিস ভাংচুর করেন এবং আগুন দেন।