‘এ নিষ্ঠুর আচরণে আমি স্তম্ভিত’
গুলশান কার্যালয়ের বিদ্যুৎ-ইন্টারনেট-ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘সরকারের এ নিষ্ঠুর আচরণে আমি স্তম্ভিত।’
গুলশান কার্যালয়ের সামনে শনিবার সন্ধ্যায় খালেদা জিয়ার বরাত দিয়ে তার প্রেস সচিব মারুফ কামাল সোহেল সাংবাদিকদের এ কথা জানান।
বিদ্যুৎ-ইন্টারনেট-ডিশ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকে ‘সরকারের নিকৃষ্ট আচরণ’ অভিহিত করে খালেদা জিয়া বলেন, এ ঘটনার প্রতিক্রিয়া জানানোর ভাষা আমার নেই। আমি স্তম্ভিত। এটা নজিরবিহীন, সব ধরনের শিষ্টাচারবহির্ভূত। কোনো সভ্য সরকার এ ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে না। সভ্য সমাজে এ ঘটনা নজিরবিহীন।
তিনি বলেন, এভাবে বিনা নোটিশে বিদ্যুৎ-ইন্টারনেট-ডিশ সংযোগ কেটে দেওয়া মানবাধিকার ও নাগরিক অধিকারের পরিপন্থী। ২০১৩ সালের শেষের দিকে বাসার সামনে একাধিক ট্রাক দিয়ে আমাকে অবরুদ্ধ করে রেখেছিল। এবার আমার অফিস ঘিরে নিকৃষ্ট ঘটনার দৃষ্টান্ত স্থাপন করেছে এ অবৈধ সরকার।
শুক্রবার রাত পৌনে ৩টার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর শনিবার সকালে খালেদার কার্যালয়ের ইন্টারনেট ও ডিশের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গত ৩ জানুয়ারি থেকে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া।