সিরাজগঞ্জে পেট্রোলবোমায় নিহত ১, দগ্ধ ৫
জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে শনিবার রাত ৯টায় একটি মিনি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন ছয়জন।
তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎধানীন অবস্থায় একজন মারা যান।
নিহত হলেন সিরাজগঞ্জ শহরের কুণ্ডলাল দাসের ছেলে গণেশ চন্দ্র কুণ্ড।
দগ্ধরা হলেন- সুবীর কুণ্ডু (৪৫), আবু সায়িদ (৪৫), রফিকুল ইসলাম (৬০), আলহাজ শেখ (৩০) ও সায়িম (২৫)।
তাদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলায়।
গুরুতর দগ্ধ তিনজনকে পুলিশ প্রহরায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ সুপার এসএম ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।