‘খালেদা জিয়া অমানুষের কাজ করেছেন’ জামালপুরে স্বাস্থ্যমন্ত্রী নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরীক্ষার সামনে হরতাল-অবরোধ দিয়ে অমানুষের কাজ করেছেন। ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা দিতে না পারে সে জন্যই খালেদা ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছেন।’
জামালপুর জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউ) উদ্বোধন উপলক্ষে শনিবার আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।
নাসিম বলেন, ‘খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচন না করে ভুল করেছেন। তিনি ট্রেন মিস করেছেন। তিনি আজ স্বাধীনতার শত্রু জামায়াতকে নিয়ে দেশে একের পর এক নৈরাজ্য, সন্ত্রাস চালাচ্ছেন। গান পাউডার, পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারছেন।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘জনগণ ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় মহাজোটকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসিয়েছেন। আগামী ২০১৯ সালের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আর সেই নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের সিভিল সার্জন ডা. মো. মোশায়ের-উল-ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য রেজাউল করিম হীরা, জামালপুর-২ (ইসলামপুর) আসনের ফরিদুল হক খান দুলাল, স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল হক, জামালপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এম এ ওয়াকিল, জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট বাকী বিল্লাল, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু প্রমুখ।