টঙ্গীতে কাভার্ডভ্যানে আগুন
জেলার চেরাগআলী মার্কেট এলাকায় শনিবার সন্ধ্যায় কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রথমে স্থানীয়রা ও পরে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আকতারুজ্জামান জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়েক দুর্বৃত্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী মার্কেট এলাকায় কাভার্ড ভ্যানে আগুন দেয়। পরে স্থানীয়রা ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। আগুনে কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।