হরতালের সমর্থনে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
২০ দলীয় জোটের হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার দুপুর দেড়টার দিকে শাহবাগে মিছিল করে তারা।
সংগঠনের যুগ্ম-সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, জিয়া হলের মোহসীন ভূঁইয়া, লাহুল গালিব, মুজিব হলের সাইদুর, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল, আমিন, মাহমুদ, আরিফ, রুমী, আলতাফ, মাহফুজ, মোহসীন সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, রনি, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, জসীম উদ্দিন হলের মাসুদ, জহুরুল হক হলের নাদির শাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীরব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফয়সাল, শুভ, ফরহাদ ঢাকা কলেজের বাপ্পারাজ, তুহিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
এ সময় তারা খালেদা জিয়ার কার্যালয়ে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদের শ্লোগান দিতে দিতে কাঁটাবনের দিকে অগ্রসর হয়ে পুলিশি বাধায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় সেখানে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
এ দিকে, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দোয়েল চত্বর পর্যন্ত মিছিল করেছে ছাত্রদল।
২০ দলীয় জোটের চলমান অবরোধের সমর্থনে ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মো. মিজানুর রহমান সোহাগ ও মেহবুব মাসুম শান্তর নেতৃত্বে ছাত্রদল ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ-মিছিল করে।
মিছিলে আরও ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আমীর আমজাদ মুন্না, সাংস্কৃতিক-সম্পাদক কিউ এইচ এম ওয়াহিদুজ্জামান রাজন, পাঠাগার সম্পাদক মেহেদী হাসান, স্কুল-বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান; মহম্মাদপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শামীম ইকবাল খান মহানগর দ. ছাত্রদলের সাবেক সদস্য আশরাফ জালাল খান মনন; ঢাকা কলেজ ছাত্রদলের যোগাযোগ-সম্পাদক মোঃ খায়রুল ইসলাম; ঢাবি সূর্যসেন হলের শাহনেয়াজ; বাশার; বে-সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মনির হোসেন, পারভেজ মোশাররফ, শাহাদত; ঢাকা কলেজ ছাত্রদল নেতা কামাল হুসাইন অহন, মিনহাজুল আবেদিন নান্নু; তেঁজগাও কলেজ ছাত্রদল নেতা- ইয়াছিন; মহানগর দঃ ছাত্রদল নেতা- মুরাদ, হিমেল, রাকিব সহ ২০-২৫ জন উপস্থিত ছিলেন।