‘খালেদা জিয়ার খাবারও বন্ধ করে দেওয়া হবে’

Sahjahan-khanনৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘অবিলম্বে বেগম খালেদা জিয়ার খাবারও বন্ধ করে দেওয়া হবে। বিএনপি নেতাদের সরবরাহ করা খাবার শ্রমিকরাই কেড়ে খাবে।’
বাগেরহাটের রামপালে ঘষিয়াখালী-মংলা নৌরুটে মেসার্স চায়না হারবার এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ড্রেজিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশবাসীকে দুর্ভোগ থেকে পরিত্রাণ দিতে ডেসা, টেলিফোন, ক্যাবল নেটওয়ার্কে কর্মরত শ্রমিকরাই তার ভবনের সকল সংযোগ বিচ্ছিন্ন করেছে। সরকার বিচ্ছিন্ন করেনি, করতেও বলেনি। শ্রমিকরা দেশকে বাঁচাতে নিজেদের দায়িত্ববোধ থেকেই এ সব বিচ্ছিন্ন করছেন।’
নৌ-মন্ত্রী আরও বলেন, ‘২০১৩ সালে আমাদের ৫৮ জন শ্রমিক ড্রাইভার ও হেলপারকে পুড়িয়ে, কুপিয়ে ও পিটিয়ে হত্যা করছে তারা। এর মধ্যে ১৭ জন পুলিশ ও তিনজন বিজিবি সদস্য রয়েছে। আবার দেড় বছর যেতে না যেতেই মানুষ হত্যার রাজনীতিতে তিনি মেতে উঠছেন। এ পর্যন্ত ১৬ জন শ্রমিকসহ ৪২ জন সাধারণ মানুষকে পেট্রোলবোমা মেরে হত্যা করেছে। এ কর্মকাণ্ড থেকে জনগণ পরিত্রাণ চায়।’
তিনি বিএনপির নেত্রীকে অবিলম্বে এ সকল ধ্বংসাত্মক কাজ পরিহার করে দেশবাসীকে মুক্তি দেওয়ার অনুরোধ জানান।
মন্ত্রী শাজাহান খান শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে মাদারীপুর থেকে বাগেরহাটের রামপালে আসেন। এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের আয়োজনে রামপাল উপজেলা পরিষদের কাছে ফিতা কেটে ড্রেজিংয়ের উদ্বোধন করেন। পরে মন্ত্রী ঢাকার উদ্দেশে রওয়ানা দেন।
মন্ত্রীর সঙ্গে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, নৌ-পরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend