ঢাবিতে ককটেল বিস্ফোরণে সাংবাদিক আহত, আটক ২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণে মাছরাঙা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জাহিদ সেলিম (৩৩) ও ক্যামেরাপারসন মোয়াজ্জেম হোসেন (২৬) আহত হয়েছেন। এ সময় সন্দেহভাজন দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। শনিবার রাত পৌনে ৮টার দিকে টিএসসি মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক এ তথ্য জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসি মোড়ে এক সঙ্গে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে জাহিদের কপালে স্প্লিন্টারের আঘাতে ক্ষত হয়েছে। তার সঙ্গে থাকা ক্যামেরাপারসন মোয়াজ্জেমের ডান পায়ে স্প্লিন্টার বিদ্ধ হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ফরায়েজী বলেন, ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে সন্দেহজনক মনে হওয়ায় ঢাবির মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র শরীফুজ্জামান নীর ও জাহিদ নামে আরেক যুবককে (৩৫) ধরে গণধোলাই দেওয়া হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।