খালেদা জিয়ার কার্যালয়ের সামনে ৬ প্লাটুন পুলিশ মোতায়েন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামেন ৬ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে চার প্লাটুন পুরুষ এবং দুই প্লাটুন নারী পুলিশ রয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে কার্যালয়ের আশপাশে অতিরিক্ত এ পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে কার্যালয়ের মূল গেটের সঙ্গে পেছনের গেটেও নারী পুলিশকে দায়িত্বে রাখা হয়েছে। কারণ সামনের দিকে পুলিশ থাকায় পেছনের গেট দিয়ে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার কার্যালয়ে প্রবেশ করছিল।
গুলশান জোনের এসি নূরুল আলম গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত চার প্লাটুন পুরুষ এবং দুই প্লাটুন পুলিশ বেগম জিয়ার কার্যালয়ের সামনে দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনে আরো পুলিশ মোতয়েন করা হবে।