রিজভী তিন দিনের রিমান্ডে
গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ শুনানি শেষে রবিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ আদেশ দেন।
রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে শুক্রবার রাত পৌনে ৩টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।
২৬ জানুয়ারির অনাবিল পরিবহনের একটি গাড়ি পোড়ানোর ঘটনায় বাড্ডা থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বলে জানান ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল।
২৬ জানুয়ারি উপ-পরিদর্শক (এসআই) জমির উদ্দিন মামলাটি দায়ের করেন।