ইরাকে সহিংসতায় জানুয়ারিতে নিহত ১৩৭৫ : জাতিসংঘ

Iraqইরাকে শুধু জানুয়ারি মাসের সংঘাত-সংঘর্ষে অন্তত এক হাজার ৩৭৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় অর্ধেকই সাধারণ নাগরিক। এক পরিসংখ্যানে রবিবার এ তথ্য দিয়েছে জাতিসংঘ।
ইরাকে জাতিসংঘ সহায়তা মিশন থেকে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, বিদ্রোহীদের সঙ্গে সরকারিবাহিনীর সংঘর্ষ এবং অন্যান্য সংঘাতে নিহতদের মধ্যে ৭৯০ জনই সাধারণ নাগরিক।
জাতিসংঘ জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮৫ জন ইরাকি সেনা রয়েছেন। ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের সঙ্গে দেশরক্ষার লড়াইয়ে তারা নিহত হয়েছেন।
এ ছাড়া চলতি বছরের প্রথম মাসে সংঘাত-সংঘর্ষে সাধারণ মানুষ ও সৈনিক মিলিয়ে অন্তত দুই হাজার ২৪০ জন জখম হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend