মুন্সীগঞ্জে যাত্রীবোঝাই দুই বাস ভাঙচুর
ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় রবিবার রাতে হরতাল-অবরোধের সমর্থকরা দুটি যাত্রীবোঝাই বাস ভাঙচুর করেছে। এ সময় যাত্রীদের লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করা হয়।
রাত সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী-২ নম্বর সেতুর ওপর ঢাকাগামী প্রচেষ্টা এবং লৌহজং উপজেলার মাওয়াগামী গ্রেট-বিক্রমপুর পরিবহনের দুটি বাস ভাঙচুর করা হয়।
ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের সামনের দরজা ও জানালার চারটি গ্লাস এবং গ্রেট-বিক্রমপুর পরিবহনের দুটি জানালার গ্লাস ভাঙচুর করা হয়। তবে কেউ হতাহত হয়নি।
বাস ভাঙচুরের সত্যতা নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান।
তিনি জানান, হরতাল-অবরোধের সমর্থকরা বাস ভাঙচুর করে পালিয়ে যায়। বাস দুটি পরে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে রওনা দেয়।