ইসির তালিকায় ৪৭ লাখ নতুন ভোটার

ec_voter-list-২০১৪ সালে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ হালনাগাদের মাধ্যমে নতুন ভোটার হয়েছেন ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন। যা লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ১ শতাংশ বেশী।

নতুন ভোটারের মধ্যে পুরুষ ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন এবং নারী ভোটার ২০ লাখ ৬৬ হাজার ১৪৪ জন।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৫ মে মোট ভোটার ৫ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নিয়ে হালনাগাদ কার্যক্রম শুরু করেছিল ইসি।

বর্তমানে মোট ভোটারের সংখ্যা দাঁড়াল ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন। এর আগে মোট ভোটার ছিল ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫৩১ জন।

আইন অনুযায়ী, ৩১ জানুয়ারিতে ভোটার তালিকা প্রকাশ করার বাধ্যবাধকতা থাকলেও ওইদিন মোট ভোটারের তথ্য প্রকাশ করতে ব্যর্থ হয় ইসি। তবে জেলা-উপজেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়। এর আগে গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

ইসির জনসংযোগ পরিচালক আসাদুজ্জামান জানান, প্রায় ৪৬ লাখ (৫ শতাংশ) নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে তালিকা হালনাগাদ কাজ শুরু হয়েছিল। হালনাগাদে ৫১ লাখ ৫ হাজার ৭১১ জন ভোটার হওয়ার জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ৪৭ লাখ ৫১ হাজার ৯৫৩ জন নিবন্ধিত হন। এর মধ্যে ছবি তুলতে আসেননি তিন লাখ ৫৩ হাজার ৭৫৮ জন।’

তিনি আরও জানান, ‘আগের তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন করা হয়েছে। যার সংখ্যা চার লাখ ৭৭ হাজার ৫২৯ জন। স্থানান্তর হয়েছেন চার লাখ ৮ হাজার ১৮৫ জন। দ্বৈত ভোটার শনাক্ত হয়েছেন এক লাখ ৯ হাজার ৫০০ জন।’

গত বছরের ১৫ মে থেকে তিনটি ধাপে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়ে তা ১৫ নভেম্বর শেষ হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend