সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারণ না করলে বুধবার হরতাল
আগামী মঙ্গলবারের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রীকে অপসারণ না করলে বুধবার থেকে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে হাটহাজারী ওলামা পরিষদ। আজ পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সন্ধ্যায় এক বিবৃতিতে পরিষদের নেতারা বলেন, ইসলামের ফরজ বিধান পর্দা-বোরকা নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী মহসিন আলীর কটূক্তিমূলক বক্তব্য ধর্মপ্রিয় কোন মুসলমান বরদাস্ত করতে পারে না। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। মুসলিম নারীদেরকে নিয়ে উপহাস করেছে। তার বক্তব্য পবিত্র কোরআনের আইনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, আমরা বার বার বলেছি বর্তমান সরকারে কিছু নাস্তিক মন্ত্রী রয়েছে যারা ইসলামের বিরুদ্ধে, মাদরাসা-মক্তব, আলেম-ওলামাদের বিরুদ্ধে না বললে রাত্রে ঘুম হয় না। এরা দেশের ও মুসলিম উম্মাহর দুশমন, দেশের সার্বভৌমত্বের দুশমন। এদের চিহ্নিত করতে না পারলে সরকার কে এর খেসারত দিতে হবে।