ফালু ৫ দিনের রিমান্ডে

e7af2167f125f483615e60b4374257ea-faluগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক শুনানী শেষে এ আদেশ দেন।
খিলগাঁও থানায় নজরুল ইসলাম নামে এক ব্যক্তির দায়ের করা মামলায় মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার দেখানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মো. ওবায়দুর  এ তথ্য নিশ্চিত করেন।
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে রবিবার রাত ৮টায় তাকে আটক করে ডিবি। আটকের পর পরই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মোসাদ্দেক আলী ফালু গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। সাক্ষাৎ শেষে কার্যালয় থেকে বের হলে প্রধান ফটকের সামনেই তাকে ডিবি পুলিশ আটক করে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend