কাদের সিদ্দিকীর অবস্থানে পুলিশের বাধা, আটক ১
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর অবস্থানে বাধা দিয়েছে মতিঝিল থানা পুলিশ। অবস্থানস্থল থেকে একজন কর্মীকেও আটক করে নিয়ে গেছে পুলিশ। আটককর্মীর নাম লাল মিয়া (৪৫)।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মতিঝিল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) বি এম ফরমান আলী দ্য রিপোর্টকে বলেন, ‘কাদের সিদ্দিকী তো আর অনুমতি নিয়ে বসেননি। তার ওপর সবাই বিরক্ত। তাকে তো আর আমরা কিছু বলতে পারি না। একজন লোক সেখানে চৌকি বানাচ্ছিল, তাকে ধরে নিয়ে এসেছি।’
এদিকে কাদের সিদ্দিকী মতিঝিল থানার ওসিকে উদ্দেশ্য করে বলেন, ‘দেশ আমি বানিয়েছি, আমি কি এদেশের ফুটপাতেও বসতে পারবো না। আমার কর্মীদের না ধরে আমাকে নিয়ে যান। কিন্তু কর্মীদের কিছু বলবেন না। আমার কর্মীকে না ছাড়া হলে আমি গণভবনের সামনে গিয়ে অবস্থান নেবো।’
রাত ১০টার দিকে এ রিপোর্ট লেখার সময় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল। কাদের সিদ্দিকী তার অবস্থানস্থলেই বসে ছিলেন।
কাদের সিদ্দিকী বুধবার বিকেল থেকে প্রধানমন্ত্রীকে সংলাপ ও বিএনপি নেত্রীকে অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
অবস্থান কর্মসূচিতে রয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, আইন সম্পাদক অ্যাডভোকেট মাহবুব হাসান রানা প্রমুখ।