টাইগারদের প্রস্তুতি ম্যাচ মঙ্গলবার
বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে বাংলাদেশের অনুশীলন পর্ব শেষ হয়েছে সোমবার। গত ৭ দিন ধরে অস্ট্রেলিয়ার কন্ডিশনে চলেছে অনুশীলন কার্যক্রম। মাঝে অবশ্য একদিন বিরতি ছিল ক্রিকেটারদের। অনুশীলনের শিক্ষা এবার মাঠের লড়াইয়ে প্রদর্শন করার মিশন মাশরাফিদের। আর এই মিশনে মঙ্গলবার অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। কোচ হাথুরুসিংহে এই ৭ দিন কি শিখিয়েছেন, মঙ্গলবার এরই পরীক্ষা হবে প্রস্তুতি ম্যাচটিতে।
প্রস্তুতি ম্যাচের আগে দলের সবাই ফিট ও মানসিকভাবে চাঙ্গা রয়েছে বলেই মুঠোফোনে অস্ট্রেলিয়া থেকে জানিয়েছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। প্রস্তুতি ম্যাচ নিয়ে সুজন বলেছেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচ খেলব। যতটুকু জানি, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মোট ১৩ জন ক্রিকেটার খেলবেন। এর মধ্যে তামিম খেলছে না এটা নিশ্চিত করেই বলা যায়। এ ছাড়াও খুব সম্ভবত একজন বোলারকে না খেলানোর সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। কারণ, ব্যাটিং অনুশীলনটাই আমাদের জন্য বেশী গুরুত্বপূর্ণ। দলের ১৫ জনের মধ্যে ১৩ জনই কাল (মঙ্গলবার) মাঠে নামার সুযোগ পাবে।’
প্রস্তুতি ম্যাচের আগে দলের অনুশীলন খুব ভালভাবেই সম্পন্ন হয়েছে বলেই জানিয়েছেন ম্যানেজার সুজন। তিনি বলেছেন, ‘দল খুবই ভালভাবে প্রস্তুতি সম্পন্ন করেছে। আমাদের পেসাররা ফিট আছে। অধিনায়ক মাশরাফি, তাসকিন, আল-আমিন, রুবেল সবাই এখন খেলার জন্য ফিট। দলে ইনজুরি নিয়ে কোনো সমস্যা নেই।’
বাংলাদেশের বিপক্ষে মাইকেল ক্লার্কের প্রস্তুতি ম্যাচে খেলার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরি থেকে ফেরার পর তিনি কোন অবস্থানে রয়েছেন তা দেখার জন্য ক্লার্ক শুধু ব্যাটিং করবেন এই ম্যাচে। প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে উইল বসিস্তো, হ্যারি কনওয়ে, গ্রেগোরি, ক্রিস লেন, ডেভিড মুডি, জ্যারন মরগান, জেমস মারহেড, জেমস পিয়ারসন, নিক স্টিভেন্স, অ্যাশটন টার্নার, টিম ভ্যান ডার ও সেন উইলিসকে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় প্রস্তুতি ওয়ানডে ম্যাচে ক্রিস লেনের জায়গায় খেলবেন ক্লার্ক। তবে প্রথম ম্যাচেও দেখা যেতে পারে ক্লার্ককে। এর সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যায় না।
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া একাদশ নিয়ে সুজন বলেছেন, ‘ওদের কাউকেই ছোট করে দেখার সুযোগ নেই। আমাদের সেরা খেলাটাই খেলতে হবে। তাহলেই আমারা যে কারো সঙ্গে ভাল করতে পারব।’
অন্যদিকে, সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তামিমের ফিটনেস নিয়ে বলেছেন, ‘আমার তামিমের সঙ্গে কথা হয়েছে পরশু (শনিবার) দিন। সুজনের সঙ্গে কথা হয়েছে, মাশরাফির সঙ্গেও কথা হয়েছে। তামিম-সুজন-মাশরাফি ৩ জনই আমাকে বলেছে, ও (তামিম) সম্পূর্ণ ফিট। আমি যখন সুজনকে জিজ্ঞেস করলাম; সুজন জানাল তামিম খেলতে পারবে। একটা জিনিস হয়ত হতে পারে, তামিম যেহেতু সার্জারি করেছে, তাই হয়ত ফিজিও চাইবে না তামিমকে নিয়ে কোনো রিস্ক নিতে।’
উল্লেখ্য, বিশ্বকাপের আগে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে মঙ্গলবার ও ৫ ফেব্রুয়ারি আনঅফিসিয়ালি ২টি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলবে। এ ছাড়াও আইসিসির অফিসিয়াল প্রস্ততি ম্যাচে ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ দল।