পলাশবাড়ীতে গরু বোঝাই চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ : আহত ৪
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গরু বোঝাই চলন্ত ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে চালক ও গরু ব্যবসায়ীসহ ৪ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার রাত ৮টার পর রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ি সদরের সিঙ্গার শো-রুম থেকে জনতা ব্যাংক মোড় পর্যন্ত দুর্বৃত্তরা ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
আহত গরু ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, তারা রংপুরের পীরগঞ্জের খালাসপীর থেকে গরু ক্রয় করে সিরাজগঞ্জে যাচ্ছিলেন। পথে পলাশবাড়ী সদরের সাথী সিনেমা হলের সামনে পৌছানো মাত্রই দুর্বৃত্তরা চলন্ত ট্রাকে (নং-ঢাকা-মেট্রো-ব-১৪-৩২৪৮) ককটেল নিক্ষেপ করে। এতে গরু ব্যবসায়ী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কুমারগাড়ী গ্রামের সেকেন্দারের পুত্র আবুল হোসেন (৫০), একই এলাকার গুজর আলীর ছেলে মোজাম্মেল হক (৩৫), জহির উদ্দিনের ছেলে বাছের আলী (৬০) আহত হন। এদের স্থানীয় এক ডাক্তারের চেম্বারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনার পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। আহত বা ট্রাক আরোহীদের কেউ কোন অভিযোগ করেনি। তারা গন্তব্যে চলে গেছেন। তাই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নেয়া হচ্ছে।