শেরপুরে এস এস সি পরীক্ষার্থীদের জন্য নিরাপত্তা বলয়
শেরপুরে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে। নির্বিঘেœ পরীক্ষা দেওয়ার জন্য সদর উপজেলার ৮টিসহ জেলার ২৭ পরীক্ষা কেন্দ্রে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানান হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট কেন্দ্র সুরক্ষা কমিটি গঠন করেছে। ২ ফেব্রুয়ারী সোমবার দুপুরে শেরপুর পুলিশ সুপার সভাকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান হয়। পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমের সভাপতিত্বে সভায় র্যাব ১৪ কমান্ডার মো. আনিসুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু, পৌর মেয়র হুমায়ুন কবির রোমান, এ এসপি সার্কেল শাজাহান মিয়া, ৫ থানার ওসি, পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।