কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ১২
কক্সবাজার জেলার টেকনাফের নাফ নদী থেকে মঙ্গলবার বিকেলে তিন লাখ পিস ইয়াবাসহ ১২ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ এর একটি দল। এ সময় তাদের একটি বোটও জব্দ করা হয়।
র্যাব কক্সবাজার ক্যাম্পের এএসপি দেলোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল দুপুরে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন একটি ছোট ইঞ্জিন বোটকে ধাওয়া করে। র্যাবের ধাওয়া খেয়ে বোটটি টেকনাফের নাফ নদীতে ঢুকে পড়ে। র্যাবও তাদের পিছু নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে নাফ নদীর দমদমিয়া কেয়ারী ঘাট পয়েন্টে এসে বোটটি আটক করা হয়। পরে বোটে তল্লাশী চালিয়ে পলিথিন মোড়ানো তিন লাখ পিস ইয়াবাসহ বোটটি জব্দ করা হয়। এ সময় বোটের চালক, আরোহীসহ ১২ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক সবাই ইয়াবা পাচারে জড়িত কিনা—এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের পর ইয়াবা পাচারকারীকে শনাক্ত করা হবে। আটকদের কক্সবাজার র্যাব কোম্পানি কমান্ডার কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে বলেও জানান তিনি।