‘খালেদার কার্যালয় ছাড়া কোথাও অবরোধ নেই’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ছাড়া দেশের কোথাও অবরোধ নেই বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
জাতীয় প্রেস ক্লাবের সামনে মঙ্গলবার পৃথক তিনটি মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। হরতাল-অবরোধের বিরুদ্ধে মানববন্ধন তিনটি আয়োজন করে বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি, বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ও সম্মিলিত মুক্তিযোদ্ধা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।
মোজাম্মেল হক বলেন, ‘খালেদা অবরোধ দিয়েছেন কিন্তু দেশের কোথাও তার ডাকে অবরোধ পালিত হচ্ছে না। অবরোধ শুধু খালেদার কার্যালয়েই পালিত হচ্ছে। অবরোধের নামে বিএনপি-জামায়াত জোট বিচ্ছিন্নভাবে দেশব্যাপী নাশকতা চালিয়ে যাচ্ছে।’
জনপ্রতিরোধের মুখে এই বাংলার বুকে নাশকতার নেত্রী খালেদার রাজনৈতিক কবর রচিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘বেগম জিয়ার গায়ের জ্বালা একটাই, বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ভাল চলছে। পাকিস্তান অকার্যকর রাষ্ট্রে পরিণত হচ্ছে আর বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে জায়গা করে নিয়েছে। এই উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে ধ্বংস করতেই খালেদা নাশকতার মাধ্যমে গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে।’
জানমালের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে গুলি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘নাশকতাকারীদের গুলি করা ছাড়া অন্য কোনো পথ নাই।’
অনেক সুশীল সমাজ আলোচনার কথা বলছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশের উন্নয়নের প্রতীক আর খালেদা দেশের ধ্বংস চান। বেগম খালেদা মানুষ হত্যার উন্মাদনায় মত্ত। তাই তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।’
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।