ঝিনাইদহের মহেশপরে ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান: ১০ লহ্ম ৩০হাজার টাকা জরিমানা আদায়
জাহিদুর রহমান, ঝিনাইদহ:- কাগজ পত্রের ত্রুটি ইট ভাটায় টিনের চিমনীসহ কাঠপুড়ানোর অভিযোগে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ৭ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১০ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। এসময় ভ্রাম্যমান আদালত ৩টি ইট ভাটার ম্যানেজারকে গ্রেফতার করেছে। ইট ভাটা মালিক সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার মনি ব্রিকস,রেডো ব্রিকস,করিম ব্রিকস,সোহাগ ব্রিকস, লতিফ ব্রিকসসহ ৭টি ইট ভাটায় অভিযান চালিয়ে ঝিনাইদহের আদালতের নির্বাহী ম্যাজিট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৫টি ভাটা থেকে ১০ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।এসময় করিম ব্রিকস এর ম্যানেজার আব্দুল করিমের পুত্র বদর আলী,সোহাগ ব্রিকসের ম্যানেজার রাজু,লতিফ ব্রিকসের ম্যানেজার আব্দুল আজিজকে আটক করে। নির্বাহী ম্যাজিট্রেট সাইফুল ইসলাম জানান ৫টি ভাটার মালিক টাকা দিতে সক্ষম হলেও ২টি ভাটার মালিক জরিমানার টাকা দিতে না পারায় তাদেরকে আটক করে জেলে প্রেরন করে। জানা গেছে ঝিনাইদহের জেলা প্রশাসক শফিকুল ইসলাম ইট পোড়ানোর প্রথম থেকেই অভিযান পরিচালনা করে আসছে তার পরও গ্রামাঞ্চলে প্রতিষ্ঠিত ইট ভাটা গুলো পাকা চিমনী তৈরী না করে টিনের তৈরী চিমনী ও কাঠপুড়িয়ে ইট তৈরী করছে।