‘বিদেশী চক্রান্তে দেশ অস্থিতিশীল’
বিদেশীদের চক্রান্তে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
তিনি বলেছেন, ‘দেশে বিএনপি-জামায়াতের কোনো বন্ধু নেই। ওদের বন্ধু বিদেশে। বিদেশীদের চক্রান্তেই দেশ অস্থিতিশীল হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, যে কয় জায়গায় ঘটনা ঘটছে তা বন্ধ নয়, নির্মূল করতে হবে।’
ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বুধবার দুপুরে ১৪ দলের জরুরি বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি। এর আগে সকাল ১১টার দিকে বৈঠকটি শুরু হয়।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, সন্ত্রাস নির্মূল করতে হবে। কোনো ধরনের শৈথিল্য কিংবা অপরাগতা আমরা দেখতে চাই না। প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। সব কিছুতে ১৪ দল সমর্থন দিবে।’
বিদেশী চক্রান্তের বিষয়ে নাসিম বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরে বিএনপি-জামায়াতের কোনো বন্ধু নেই। যারা রয়েছে সবাই বিদেশে। এই বন্ধু কারা আপনারা সবাই জানেন। এ নিয়ে নতুন করে কিছু বলার নেই।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার প্রতি আমরা আর কোনো আহ্বান জানাতে চাই না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব, সন্ত্রাস নির্মূল করতে হবে। প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। কোন শৈথিল্য দেখালে চলবে না।’
নাসিম বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে বলব আপনাদের আরও নিবীড় ও সতর্কভাবে নাশকতা প্রতিরোধ করতে হবে। মিঠাপুকুর ও চৌদ্দগ্রামের ঘটনা একই কায়দায় ঘটানো হয়েছে। তদন্ত করে দেখতে হবে কারা কিভাবে এই ঘটনা ঘটাল।’
তিনি বলেন, ‘১৪ দল মনে করে ইউটিউবে বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে খালেদা জিয়ার প্রত্যক্ষ নির্দেশেই এইসব হামলা হচ্ছে। খালেদা জিয়া এখন আর জনগণের নেত্রী নন। জঙ্গিবাদের নেত্রী। সন্ত্রাসীদের নেত্রী।’
তাহলে খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ১৪ দলের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাবেন কিনা এমন প্রশ্নের উত্তরে নাসিম বলেন, ‘এসব বিষয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আমরা তো বলছি।’
কর্মসূচি :
সংবাদ সম্মেলনে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। কর্মসূচির মধ্যে ৬ ফেব্রুয়ারি সকাল ১১টায় ঢাকার সকল সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়, একই দিন বিকেল ৩টায় আলেম-ওলামা ও মহিলা নেত্রীদের সঙ্গে মতবিনিময়, ৭ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের শান্তি সমাবেশ, ৮ ফেব্রুয়ারি সারাদেশে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন।
এ ছাড়া ১৪ ও ১৫ তারিখ ঢাকার বিভিন্ন স্থানে শান্তি সমাবেশ করবে ১৪ দলীয় জোট।
এদিকে ১৪ দলের নেতাদের নিয়ে ৭ তারিখ সারাদেশে সন্ত্রাসবিরোধী দিবস পালন করবে জাসদ, ১০ তারিখ ওয়ার্কার্স পার্টি প্রতিবাদ সমাবেশ করবে ঢাকায়, সাম্যবাদী দল ঢাকায় ১৩ ফেব্রুয়ারি সন্ত্রাসবিরোধী সমাবেশ করবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, বাসদ একাংশের আহ্বায়ক রেজাউর রশিদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন প্রমুখ।