প্রথম শ্রেণীতে চাপ কমাতে ১২ হাজার কক্ষ নির্মাণ
প্রথম শ্রেণীতে ভর্তির চাপ কমাতে নতুন ১২ হাজার শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
দশম সংসদের পঞ্চম অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান।
প্রশ্নে সংসদ সদস্য বলেন, ‘সরকারি স্কুলগুলোতে প্রথম শ্রেণীতে ভর্তিচ্ছুদের সংখ্যা বাড়ছে প্রতি বছর। কিন্তু স্কুলগুলোতে আসন সংখ্যা বাড়ছে না। জন্মলগ্ন হতে প্রতি বছর এই সংখ্যক আসনে ভর্তি নেওয়া হয়। সরকার এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কিনা?’
মন্ত্রী বলেন, ‘অধিক সংখ্যক শিক্ষার্থীর ভর্তির বিষয়টি বিবেচনায় পিইডিপি-৩ এর আওতায় দেশব্যাপী ৩৯ হাজার তিনটি অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ করা হবে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়। আশা করা যায়, ক্যাচমেন্ট এলাকা বিবেচনায় বিদ্যালয় গমনোপযোগী সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা সম্ভব হবে।’
তিনি বলেন, ‘শিশু জরিপ, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি, স্কুল ফিডিং প্রোগ্রাম, প্রাক-প্রাথমিক শ্রেণী চালু ইত্যাদি উদ্যোগের ফলে স্কুল গমনোপযোগী সকল শিশুর বিশেষ করে প্রথম শ্রেণীতে স্কুলে ভর্তির সংখ্যা প্রতি বছর বাড়ছে। বিশেষ কিছু স্কুলে আসন সংখ্যা সীমিত থাকলেও স্কুল ক্যাচমেন্ট এলাকার সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তির বাধ্যবাধকতা রয়েছে। তবে শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় শ্রেণীকক্ষের সঙ্কট রয়েছে।’