রাষ্ট্রপতি আসার আগের দিন জাবিতে ককটেল

JUজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানের আগের দিন রাতে বিশ্ববিদ্যালয়ের আল বেরুণী হলের পেছনে খেলার মাঠে ফের ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে।
বৃহস্পতিবারের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্যও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ ছাড়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এতে উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের আল বেরুণী হলের পেছনের খেলার মাঠে বুধবার রাত ৮টার দিকে বিস্ফোরিত ককটেলে কোনো হতাহতের খবর নেই বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহা।
তিনি দ্য রিপোর্টকে বলেন, বুধবার রাত ৮টার দিকে আল বেরুণী হলের পেছনে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। জনমনে ভীতির জন্ম দেওয়াই এ বিস্ফোরণের উদ্দেশ্য বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার জাবিতে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্যও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সমাবর্তনের আগের দিন এ ককটেল বিস্ফোরণ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কিনা- এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রশাসন নাশকতা দমনে সকল ব্যবস্থা গ্রহণ করেছে।
সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও ওই স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটায় দু্র্বৃত্তরা।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend