নাটোরে বাসে ককটেল, চালক ও হেলপার আহত
জেলার বাগাতিপাড়ায় রাজকীয় পরিবহনের একটি বাসে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের চালক এনামুল ইসলাম ও হেলপার দ্বীন ইসলাম আহত হয়েছে।
আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত সাড়ে ৮টার দিকে রাজকীয় পরিবহনের একটি বাস ঢাকা থেকে উপজেলার তামালতলা এলাকায় এসে থামে। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দৌড়ে পালিয়ে যায়।
এতে চালক এনামুল ইসলাম ও হেলপার দ্বীন ইসলাম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে তিনি জানান।