‘৯/১১ হামলায় জড়িত সৌদি’
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার ঘটনায় সৌদি আরব জড়িত ছিল বলে অভিযোগ তুলেছে একদল মার্কিন আইনজীবী। খবর এপি’র।
ম্যানহাটনের ফেডারেল আদালতে গত মঙ্গলবার দাখিল করা প্রতিবেদনে আইনজীবীরা উল্লেখ করেছেন, সৌদি আরবের এজেন্টরা ‘জানাশোনা ও প্রত্যক্ষভাবে’ বিমান ছিনতাইকারীদের সহযোগিতা করেছিলেন।
তবে যুক্তরাষ্ট্রের ওই আইনজীবীদের তোলা অভিযোগ সরাসরি অস্বীকার করেছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রে অবস্থিত দেশটির দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ওই ঘটনায় সৌদির জড়িত থাকার কোনো প্রমাণ নেই। এটা একটি ‘বিকৃত অপরাধমূলক’ দাবি।
আইনজীবীরা উল্লেখ করেছেন, তারা যুক্তরাষ্ট্র ও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর পূর্বে অপ্রকাশিত নথি, কংগ্রেসের বিবৃতি, সরকারি প্রতিবেদন এবং অন্যান্য তথ্য থেকে এ প্রতিবেদন তৈরি করেছেন।
সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে, ওই দুর্ঘটনা নিয়ে এ পর্যন্ত সর্বাধিক তদন্ত করা হয়েছে। অথচ কোনো তদন্ত প্রতিবেদনেই এর সঙ্গে সৌদির জড়িতের প্রমাণ পাওয়া যায়নি।