‘যৌক্তিক পরিণতি না হওয়া পর্যন্ত আন্দোলন’
‘সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশে গণআন্দোলন চলছে’ বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
তিনি বলেন, ‘একটি যৌক্তিক পরিণতি ও জনগণের গণতন্ত্রের দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন চলবে।’
খালেদা জিয়া বলেন, ‘জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মুষ্টিয়েম কিছু তাবকবেষ্টিত হয়ে এ অবৈধ সরকার সম্পূর্ণভাবে দলবাজ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তার ওপর নির্ভর হয়ে পড়েছে।’
‘যারা নিজেদের স্বার্থ ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে থেকে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে এ সব কথা বলেন খালেদা জিয়া।