মারা গেল খানজাহান মাজারের ধলাপাহাড়
বাগেরহাটের ঐতিহ্যবাহী হয়রত খানজাহান (র.)-এর মাজারের দিঘির শতবর্ষী ‘ধলাপাহাড়’ নামের কুমিরটি মারা গেছে। দিঘির পানিতে বৃহস্পতিবার সকালে কুমিরটির মৃতদেহ ভাসতে দেখেন মাজারের বাসিন্দারা।
মাজারের খাদেম হুমায়ুন কবির ফকির জানান, মাজারের দিঘির পাড়ের বাসিন্দারা সকালে দিঘির পানিতে কুমিরটিকে ভাসতে দেখে জেলা প্রশাসনে খবর দেয়। পরে প্রশাসনের লোকজন এসে কুমিরটিকে উদ্ধার করে।
বাগেরহাট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুখেন্দু শেখর গায়েন জানান, মৃত কুমিরটি প্রায় ৯ ফুট লম্বা। এই প্রজাতির মিঠাপানির কুমির সাধারণত ১১ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। কুমিরটির বয়স আনুমানিক ১০০ বছর।
তিনি আরো জানান, Pan Statits রোগে আক্রান্ত হয়ে অথবা খাবারে বিষক্রিয়ায় মাদি এই কুমিরটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাজার প্রাঙ্গণে কুমিরটির ময়নাতদন্ত চলছে বলে জানিয়েছেন ওই প্রাণী সম্পদ কর্মকর্তা।