ময়মনসিংহে ১০ পত্রিকার ডিক্লারেশন বাতিল

Mymenshingনিয়মিত প্রকাশ না করায় ময়মনসিংহের নয়টি দৈনিক, একটি মাসিকসহ মোট ১০ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিকা খাতুন জানান, নিয়মিত পত্রিকা প্রকাশিত না হওয়ার কারণে ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী গতকাল বুধবার এসব পত্রিকার ডিক্লারেশন বাতিল করেন।

বাতিল করা পত্রিকাগুলো হলো—দৈনিক জাগ্রত বাংলা, দৈনিক আজকের স্মৃতি, দৈনিক শিপা, দৈনিক বাংলাপ্রেস, দৈনিক কিষাণের দেশ, দৈনিক জাগ্রত জনপদ, দৈনিক ইনসাফ, দৈনিক জনপদ ও দৈনিক সপ্তমহাদেশ এবং মাসিক আইন স্মরণী।
মল্লিকা খাতুন আরো জানান, ২০১৪ সালের জুলাই মাসে অনিয়মিত পত্রিকা নিয়মিত করার জন্য প্রায় ৫০/৬০টি পত্রিকার মালিক-সম্পাদককে নোটিশ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১০ পত্রিকার মালিক-সম্পাদক কোনো সাড়া না দেওয়ায় ৩ ফেব্রুয়ারি তাদের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend