পেট্রোলবোমা থেকে বাঁচতে গিয়ে চাকায় পিষ্ট হেলপার
জেলার পুঠিয়া উপজেলায় পিকেটারদের ছোড়া পেট্রোলবোমা থেকে বাঁচতে ট্রাক থেকে লাফ দিয়ে চাকায় পিষ্ট হয়ে হেলপার পিন্টু (৩০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেলপুকুর ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। নিহত হেলপার পিন্টুর বাড়ি নগরীর মতিহার থানার টাঙ্গন এলাকায়।
ট্রাকচালক মিঠুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বরই বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪৮৬৫৬) চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ট্রাকটি রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ব্রিজের কাছে পৌঁছালে পিকেটাররা তাতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এ সময় হেলপার পিন্টু আতঙ্কে ট্রাক থেকে লাফ দিলে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাজশাহীর পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, ঘটনার পর পর চালক ট্রাকটি নিয়ে ঘটনাস্থলের অদূরে একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেয়। তবে পুলিশ আসার আগেই চালক মিঠুন ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে নিহত হেলপার পিন্টুর লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে, ঘটনার পর ওই এলাকায় র্যাব ও পুলিশ ছাড়াও বিজিবি টহল বাড়ান হয়েছে।