চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় দগ্ধদের পরিচয় মিলেছে
জেলার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় দগ্ধ ১৫ জনের পরিচয় মিলেছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটসহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও চৌদ্দগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দগ্ধরা হলেন- নারায়ণগঞ্জের আমির হামজা (২৬), বাবু (২৮), শফিকুল ইসলাম (৩২), বাবুল মিয়া (৪৫), মাঈন উদ্দিন (২৫), ইমাম আলী (৩৫), সালাউদ্দিন (২৫), গোলাফ হোসেন (৩৫), ফরিদপুরের আরিফ হোসেন (২৫), মানিকগঞ্জের জিলকদ (৩০), নরসিংদীর মুন্না (১৫), কক্সবাজার চকরিয়ার জমির উদ্দিন (২১), রশিদুল ইসলাম (৪০), মো. হানিফ (২৮) ও যশোরের মারুফা বেগম (৩৫)।
একজনের পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম ফায়ার স্টেশন সার্ভিসের স্টেশন অফিসার মো. নাজির আহমদ দ্য রিপোর্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে উপেজলার মিয়াবাজারের জগমোহনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার থেকে ছেড়ে আসা আইকন পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই এক কিশোরীসহ সাতজন আগুনে পুড়ে নিহত হন।